শিক্ষা কেবল পাঠ্যবইয়ের সীমায় আবদ্ধ নয়, এটি মানুষ গড়ার এক মহৎ সাধনা। একজন সহকারী প্রধান শিক্ষক হিসেবে আমি বরাবরই বিশ্বাস করি, বিদ্যালয় হচ্ছে সেই পবিত্র স্থান, যেখানে একটি জাতির ভবিষ্যৎ বপন করা হয়; আর শিক্ষার্থীরা সেই আগামীর সূর্য, যাঁদের আলোয় সমাজ আলোকিত হবে।
আমাদের এই প্রিয় প্রতিষ্ঠানটি শুধু বিদ্যার আলোই নয়, নৈতিকতা, শৃঙ্খলা ও দেশপ্রেমের শিক্ষাও দিয়ে চলেছে যুগের পর যুগ। এখানে আমরা চেষ্টা করি প্রতিটি শিশুর অন্তর্নিহিত প্রতিভাকে জাগ্রত করতে, যেন তারা হয়ে উঠতে পারে আত্মবিশ্বাসী, মানবিক ও দায়িত্বশীল নাগরিক।
একটি বিদ্যালয়ের সাফল্য নির্ভর করে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও সমাজের সম্মিলিত প্রচেষ্টার ওপর। আমরা সৌভাগ্যবান, কারণ আমাদের এই প্রতিষ্ঠানে রয়েছে সেসব গুণসম্পন্ন মানুষদের অকৃত্রিম ভালোবাসা ও আন্তরিক সহযোগিতা।
আমি কৃতজ্ঞ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সকল সহকর্মী শিক্ষক, অভিভাবক এবং শ্রদ্ধেয় শিক্ষার্থীদের প্রতি, যাঁদের নিরবিচার শ্রম ও ভালোবাসায় আমাদের এ যাত্রা এতটা সফল।
আসুন, আমরা সকলে মিলে জ্ঞানের আলো ছড়িয়ে দিয়ে গড়ে তুলি একটি সুন্দর আগামী।
শুভেচ্ছান্তে
সত্য চরণ পাল
সহকারী প্রধান শিক্ষক
কাঁঠালবাড়ী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়।