বিজ্ঞপ্তি

শৃঙ্খলা

📜 প্রতিষ্ঠানের শৃঙ্খলা নীতি

১. সময়নিষ্ঠা

  • শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীদের নির্ধারিত সময়ে উপস্থিত হতে হবে।

  • দেরি হলে অনুমতি নিতে হবে।

২. পোশাক ও পরিচ্ছদ

  • নির্ধারিত ইউনিফর্ম বা ড্রেস কোড মেনে চলতে হবে।

  • পরিচ্ছন্ন ও শালীন পোশাক ব্যবহার করতে হবে।

৩. আচরণবিধি

  • একে অপরের প্রতি সম্মান প্রদর্শন।

  • উচ্চস্বরে কথা না বলা, অশালীন ভাষা ব্যবহার না করা।

  • মারামারি, তর্ক-বিতর্ক বা বিশৃঙ্খলা সৃষ্টি করা যাবে না।

৪. ক্লাস/কাজের পরিবেশ

  • পাঠদান বা কাজ চলাকালীন মোবাইল ফোন নীরব রাখতে হবে।

  • অনুমতি ছাড়া ক্লাস/অফিস ত্যাগ করা যাবে না।

৫. সম্পদ রক্ষা

  • প্রতিষ্ঠানের আসবাবপত্র, সরঞ্জাম ও উপকরণ যত্নসহকারে ব্যবহার করতে হবে।

  • কোনো ক্ষতি হলে সংশ্লিষ্ট ব্যক্তি দায়ী থাকবেন।

৬. অনুপস্থিতি ও ছুটি

  • ছুটির জন্য পূর্বে লিখিত আবেদন করতে হবে।

  • জরুরি অনুপস্থিতির ক্ষেত্রে যত দ্রুত সম্ভব কর্তৃপক্ষকে জানাতে হবে।

৭. আইন ও বিধি মেনে চলা

  • প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ নিয়ম ও দেশের আইন মানতে হবে।

  • কোনো বেআইনি কর্মকাণ্ডে জড়িত থাকা যাবে না।


শৃঙ্খলা ভঙ্গের জন্য ব্যবস্থা

  • সতর্কীকরণ নোটিশ

  • জরিমানা বা শাস্তি

  • প্রয়োজন হলে বহিষ্কার